• Home  / 
  • বরিশাল  / 

‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধানসহ তিনজন নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

জানুয়ারি ২৪, ২০১৮
Spread the love

 পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার সুন্দরবনের বলেশ্বর নদ সংলগ্ন মাঝের চর এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত এদের পরিচয় পাওয়া যায়নি। বলেশ^র তীরের পদ্মা স্লুইজ ঘাট থেকে অন্তত এক কিলোমিটার পশ্চিমে মাঝের চরে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ঘন্টা ব্যাপি এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ব্যক্তিরা হলেন, জলদস্যু মুন্না বাহিনীর প্রধান নিজাম উদ্দিন ওরফে স্বপন প্যাদা (৩৫), ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লিটন খন্দকার (৩৫) ও সাগর খাঁ।

র‌্যাব-৮ এর পটুয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার ছুরত আলম গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। তবে এদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ওই এলাকা থেকে চারটি দেশীয় পাইপগান, দুইটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল এবং ২৪ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে পাথরঘাটা থানায় অস্ত্র ও সরকারি কাজে বাঁধা দেয়ায় পৃথক দুইটি মামলা দায়ের করা হবে।

পাথরঘাটা থানার  পরিদর্শক  (তদন্ত) নজরুল ইসলাম মজুমদার বলেন, নিহত তিন ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। পরে লাশের সুরতাল করে পুলিশ। সুরতাহালের পর লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।