আয়না২৪ প্রতিনিধি, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আ.লীগ প্রাথীর বিরুদ্ধে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারণায় বাঁধা, পথসভায় হামলা, নেতা-কর্মীদের হুমকিসহ নানা অভিযোগ তুলেছেন। আজ রোববার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছোটবগি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেফালী আক্তার।
সংবাদ সম্মেলনে শেফালী আকাতার বলেন, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টুর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু এবং তাঁদের দলীয় নেতা-কর্মীরা নির্বাচনের শুরু থেকেই তাঁদের (বিএনপি প্রার্থী) সকল প্রচারণায় বাধা দিচ্ছেন।
শেফালী আক্তার অভিযোগ বলেন, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর নেতৃত্বে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। তিনি ও তার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান তনু কোনো ধরনের আইন-কানুন মানছেন না। গত ২৯ মার্চ প্রতীক বরাদ্দের দিন থেকেই মনিরুজ্জামান মিন্টু তাঁর বাহিনী নিয়ে বিএনপির কর্মী সমর্থকদের ওপর হামলা শুরু করে। ৩১ মার্চ তাদের পথসভা চলাকালে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করা হয়েছে। বর্তমানে তিনি কোথাও পথসভা অথবা গণসংযোগ করতে পারছেন না। এক প্রকার অবরুদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কৃষক দলের সভাপতি লে.কর্ণেল (অব) আবদুল খালেক, তালতলী উজেলা বিএনপির আহবায়ক ফরাদ হোসেন মৃধা।
তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান তনু অভিযোগের বিষয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচার-প্রচারণা চালালে কেউ বাধা দেবে না।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেফালী আক্তারে স্বামী ফরহাদ হোসেন আক্কাস মৃধা নির্বাচনী প্রচারণার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। যে কারনে সাধারণ মানুষ এসবের প্রতিবাদ করছে। এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।
আগামী ১৬ এপ্রিল বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।