ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মো. মজিবর হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুর ১টা নাগাদ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় দ্রুতগামী একটি বাস পেছন থেকে একটি নসিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর সদর উপজেলার দক্ষিণ কিস্তাকাঠি গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। সে শ্রমিকের কাজ করতো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যাত্রীবাহী একটি নসিমন গাড়ি রাজাপুর থেকে তিনজন যাত্রী নিয়ে ঝালকাঠির দিকে যাচ্ছিল। নসিমনটি ছত্রকান্দা এলাকায় আসলে বরিশালগামী এইচ এম ক্লাসিক নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনের যাত্রী মজিবর হাওলাদার। আহত হয় নসিমন চালকসহ তিনজন। এসময় বাসটি দুর্ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে আরো একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাসটি ধরে ফেলা হয়। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে গিয়ে দুইজন গুরুতর আহত হয়। আহত পাঁচজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।