বরিশাল প্রতিনিধি
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ এর সঙ্গে বালুবোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেছে। গ্রীন লাইনের যাত্রীরা অক্ষত রয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে গ্রীনলাইনের সামনের অংশ দুমড়ে গেছে। বিকেল সাড়ে ৫টার দিকে তীরে ভেড়ানো অবস্থায় গ্রীনলাইনের পেছনের অংশ পুরো ডুবে যায়। তবে সকল যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
গ্রীনলাইনের যাত্রীরা, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিলো। অপরদিকে বরিশালথেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল গ্রীনলাইন। চরবাড়িয়া ভাঙ্গকবলিত এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীনলাইনের তলা ফেটে গেলে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায় তাদেরকে তীরে ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।