কানিজ ফাতেমা মোহসিনা স্মারক বক্তৃতার আয়োজন

জানুয়ারি ১৫, ২০১৮
Spread the love

নিজস্ব প্রতিবেদক

সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে আগামী ১৯ জানুয়ারি  বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে দ্বিতীয় কানিজ ফাতেমা মোহসিনা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

এবারে স্মারক বক্তৃতা দেবেন কথাসাহিত্যিক অধ্যাপক হরিশংকর জলদাস। এবার তাঁর  বক্তৃতার বিষয় “বর্ণাশ্রম প্রথা, শ্রেণিশোষণের অপর নাম”। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রের সভাপতি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রসঙ্গত, বিপ্লবী কানিজ ফাতেমা মোহসিনা ছিলেন যে কোনো স্তরের মানুষের কাছে নির্ভরযোগ্য আশ্রয় ও আস্থার প্রতীক। যিনি বিপ্লবীদের জন্ম দিয়েছেন, নিজের পুত্রতুল্য জ্ঞান করে স্বস্নেহে বিপ্লবীদের ভরন-পোষণ আপ্যায়ন করেছেন, বছরের পর বছর যিনি মানবমুক্তির আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি মুক্তি আন্দোলনে পর্দার আড়ালে থেকে বিপ্লবকে তরান্বিত করেছেন। বাঙালি বিপ্লবী নারী হিসেবে ভবিষ্যতে যে কোনো আন্দোলনে মুক্তিকামীদের প্রেরণা যোগাতে অনন্য হয়ে থাকবেন এই মহিয়সী।