কাউন্সিলর রূপার দুই দিনের রিমান্ড মঞ্জুর

জুলাই ২৫, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

সাপুড়ে মান্না পাহাড়িকে কুপিয়ে জখম করার মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইসরাত আমান ওরফে রুপাকে দুই দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকতার আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৪ জুলাই) এই আদেশ দেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওইদিন কাউন্সিলর রুপার আইনজীবী জামিনের অবেদন করলে আদালত তা নাকচ করে দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ্  বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।এসআই রেজাউল ইসলাম  আরও জানিয়েছেন, ২-১ দিনের মধ্যেই কাউন্সিলর রুপাকে জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে গত সপ্তাহে সাপুড়ে মান্না পাহাড়ি নামে এক ব্যক্তি রাতের আঁধারে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কাউন্সিলর রুপাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট  কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।’