ই-টোকেন ছাড়াই বরিশালে মিলবে ভারতীয় ভিসা

জানুয়ারি ২৯, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি,বরিশাল

নিশ্চিত টিকিট থাকলে ই-টোকেন ছাড়াই ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন বরিশালের পর্যটকেরা।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বরিশালে ভারতীয় ভিসা কেন্দ্রে ওই আবেদনপত্র জামা দেওয়া যাবে।  

একই সঙ্গে ঢাকার মিরপুরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর ও ময়মনসিংহ শাখায় টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে।

 

আজ রোববার ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি ভ্রমণকারী যারা সরাসরি টুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাসের নিশ্চিত টিকিট (যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com -এই ঠিকানায় পাওয়া যাবে।

এই প্রক্রিয়াটি ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজ করার একটি ধারাবাহিক প্রচেষ্টা বলে হাই কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি টুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সব বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা।