আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম ও অস্টম শ্রেণিতে জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান । এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. হাবিবুর রহমান , এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন , মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাদা আকন , মাদ্রাসার সাবেক শিক্ষক এজেডএম আবু সালেহ প্রমুখ। অনুষ্ঠানে ২২ ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।