আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার বৃহস্পতিবার নির্বাচনী সংঘর্ষের একটি মামলায় হাজিরা দিতে গেলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির।
জানাগেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থকদের সাথে চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হুমায়ূন কবিরের ৫ সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় মধ্যআড়পাঙ্গাশিয়া গ্রামের সুলতান আহম্মেদ বাদী হয়ে ২০১৬ সালের ২১ মার্চ বর্তমান চেয়ারম্যান এ একেএম নূরুল হক তালুকদারকে প্রধান আসামী করে ৪২ জনের নামে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার এ মামলায় দীর্ঘদিন ধরে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি হয়। বৃহস্পতিবার চেয়ারম্যান আদালতে হাজিরা দিতে গেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।