আয়না২৪ প্রতিবেদক
দেশে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় তিনদিনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকই শিশু। নিখোঁজ আছে আরো পাঁচজন, যার তিনজনই শিশু।
বন্যায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ২০টি জেলা প্লাবিত হয়েছে। গত তিনদিনে ১৮ জন শিশু বন্যার পানিতে মারা গেছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে এনটিভি অনলাইনের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
গত রোববার দিনাজপুরে বন্যার পানিতে একই পরিবারের তিনজনসহ মোট ১৩ জন মারা যায়। এসব মানুষ ভেলায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। পরে ভেলা উল্টে গেলে তারা বন্যার পানিতে ডুবে যায়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনই শিশু।
গতকাল সোমবার সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামে মারা যায় চার বছর বয়সী মৃদুল মিয়া। উঠানে চলে আসা বন্যার পানিতে মারা যায় সদর উপজেলার কাঠইর ইউনিয়নের চার বছর বয়সী শিশু শাহান মিয়া।
লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে গত রোববার উদ্ধার করা হয় পাঁচ বছর বয়সী শিশু নাজিমের লাশ। গতকাল সোমবার উদ্ধার হয় আরো চারজনের লাশ। ওই পাঁচজন ভেলায় করে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। ভেলা ডুবে গেলে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিখোঁজ হয়।