আয়না২৪ প্রতিবেদন
কিশোরগঞ্জের বন্যা কবলিত হাওর এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি ১২শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এসব ত্রাণ বিতরণ করা হবে।
চীন রেডক্রস সোসাইটির আর্থিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিট এ টাকা দিচ্ছে।
শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল।
আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে অধিক ক্ষতিগ্রস্ত ইটনার ৩২৭টি পরিবার, মিঠামইনের ৩৩০টি পরিবার, অষ্টগ্রামের ৩০৫টি পরিবার, করিমগঞ্জ-তাড়াইলের ১২৭টি পরিবার, নিকলীর ১১১টি পরিবারসহ মোট ১২শ পরিবারকে চার হাজার টাকা করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।