অায়না২৪ প্রতিবেদন
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটারটিও বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোডাউনের তুলা ও মেশিন পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ মুকবুল হোসেন ও কানন মিয়ার তুলার গোডাউনে আগুন লাগে। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা গোডাউনে রক্ষিত তুলা ও মেশিনাদিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ কর্মকর্তা মো. মোশেদুল ইসলাম যুগান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।