অায়না ২৪ ডেস্ক
আইন অমান্য করায় মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৩ হাজার ৩০৫টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
একইসঙ্গে ২২ লাখ ৫৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি আর ও জানান যে , মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৩০৫টি মামলা, ২২ লাখ ৫৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫০টি গাড়ি ডাম্পিং ও ৬৫৪টি গাড়ি রেকার করা হয়।
তিনি আরো জানান যে , হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৭৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ২১টি, উল্টো পথে চলাচলে ৩৪৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন অমান্য করার কারন এই সব মামলা দেওয়া হয়েছে।