টাঙ্গাইলে রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড

Spread the love

আয়না২৪ প্রতিবেদন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

সর্বোচ্চ সাজা পাওয়া ১২ আসামির মধ্যে আটজন রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুলতান উদ্দিন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার।

এ রায়ে রাজনের মা শাহিদা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল আসামিরা সকাল ৮টার দিকে ভুঞাপুরের ভালোকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। সেখানে লালমিয়ার পুত্র রাজনকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুমূর্ষ অবস্থায় ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় তাকে।

পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পর তার মৃত্যু ঘটে। পরদিন ১৮জকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।