যুক্তরাজ্যের আকাশে রোবট প্লেন! (ভিডিওসহ)

ডিসেম্বর ৮, ২০১৬
Spread the love

আয়না ২৪ টেক

যুক্তরাজ্যের আকাশে পরীক্ষামূলকভাবে উড়ানো হবে রোবট প্লেন। স্বয়ংক্রিয় প্লেন নিয়ন্ত্রণ সিস্টেমের সহায়ক হিসেবে এই পরীক্ষা চালানো হবে।

রোবট প্লেনটি ১৭টি ফ্লাইট সম্পন্ন করতে পারে। এজন্য ‘জেটস্ট্রিম ৩১’ মডেলের প্লেনকে পরিবর্তন করে স্বয়ংক্রিয় করা হয়েছে।

প্লেনটিতে পাইলটিং সফটওয়্যারের সঙ্গে আরও সেন্সর রয়েছে যেগুলো মেঘ এবং অন্যান্য প্লেনের উপর নজরদারী করতে পারে। নিজে থেকে ওড়ার জন্য প্লেনটি স্যাটেলাইট এবং নিজস্ব শনাক্তকরণ সিস্টেম ব্যবহার করবে।

স্বয়ংক্রিয় হলেও প্লেনটি টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় একজন পাইলট তা নিয়ন্ত্রণ করবেন। তবে, ল্যাঙ্কশায়ার থেকে ইনভারনেস পর্যন্ত ৩০০ মাইল প্লেনটি নিজে থেকেই উড্ডয়ন করবে বলে জানানো হয়েছে।

এই প্লেনটিতে ১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকবে যা খারাপ আবহাওয়া এবং ভারী বর্ষণসহ অন্যান্য ‘মোকাবেলাময় পরিস্থিতি’ এড়িয়ে যেতে সাহায্য করবে