দেশের বাজারে সম্প্রতি এসেছে এইচপি, ডেল, আসুস ও এসার ব্যান্ডের নতুন ল্যাপটপ। পাওয়া যাচ্ছে কম্পিউটার মার্কেটগুলোতে।
* এইচপি ব্র্যান্ডের ১৪-জি১০৩এইউ মডেলের ল্যাপটপ: এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ১ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৫ হাজার টাকা।
* এইচপি ব্র্যান্ডের ২৪২ মডেলের ল্যাপটপ: ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে, লাইটস্ক্রাইব সুপার মাল্টি ডিভিডি রাইটার প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৩ হাজার টাকা।
* ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫৪৫৮ মডেলের ল্যাপটপ: ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, এনভিডিয়া (আর) জিফোর্স গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ, ওয়াই-ফাই প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৫ হাজার টাকা।
* ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫৫৫৮ মডেলের টাচস্ক্রিন সুবিধার ল্যাপটপ: ইন্টেল কোর আই-ফাইভ ৫২০০ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি টাচ ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ প্রভৃতি ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৭ হাজার ৫০০ টাকা।
* আসুস ব্র্যান্ডের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের ল্যাপটপ: চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্জ গতির সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দা, ওয়েব ক্যামেরা, সুপার মাল্টি ডিভিডি অপটিক্যাল ড্রাইভ, এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স প্রভৃতি। ল্যাপটপটির মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা।
* আসুস ব্র্যান্ডের টিপি৩০০এলএ-৫০১০ইউ মডেলের মাল্টিটাচ সুবিধার ল্যাপটপ: ইন্টেল পঞ্চম প্রজন্মের কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটি ৪টি বিশেষ মোডে ব্যবহার করা যায়। আকর্ষণীয় এলইডি ব্যাকলিট ও মাল্টিটাচ সুবিধার ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র্যাম, এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ, ইউএসবি ৩.০ প্রভৃতি ফিচার। ল্যাপটপের স্ক্রিনটিকে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। ২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধার এই ল্যাপটপটির দাম ৪৮ হাজার ৫০০ টাকা।
* এসার ব্র্যান্ডের অ্যাস্পায়ার ই৫-৪৭৩-৪০০৫ মডেলের ল্যাপটপ: চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্জ গতিসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি স্টোরেজ, ১৪ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ওয়েব ক্যামেরা, ডিভিডি রাইটার, এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স প্রভৃতি। ল্যাপটপটির মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা ।
* দেশের বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫০০০ সিরিজের ৫৫৬৭ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ৭ম প্রজন্মের কোর আই-থ্রি, কোর আই-ফাইভ এবং কোর আই-সেভেন প্রসেসর দিয়ে বাজারে এসেছে এই ল্যাপটপ।
প্রতিটি ল্যাপটপেই রয়েছে ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম, ডিভিডি রাইটার, ওয়াই-ফাই, ব্লুটুথ, গ্রাফিক্স কার্ড এবং ডেল এর অরিজিনাল ব্যাকপ্যাক।
কোর আই-থ্রি ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর-ফোর র্যাম, কোর আই-ফাইভ ল্যাপটপটিতে ৪ জিবি ও ৮ জিবি ডিডিআর-ফোর র্যাম এবং কোর আই-সেভেন ল্যাপটপটিতে থাকছে ৮ জিবি ডিডিআর-ফোর র্যাম।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বর্তমানে ল্যাপটপগুলো কালো, ধূসর এবং সাদা- এই তিন রঙে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। কোর আই-থ্রি, কোর আই-ফাইভ (৪ জিবি র্যাম), কোর আই-ফাইভ (৮ জিবি র্যাম) এবং কোর আই-সেভেন ল্যাপটপ এর মূল্য যথাক্রমে ৪৩৫০০ টাকা, ৫৭০০০ টাকা, ৫৮৫০০ টাকা এবং ৭১৫০০ টাকা।