গ্যালাক্সি এস ৮ নাকি আইফোন ৮ কে এগিয়ে?

অক্টোবর ৫, ২০১৮
Spread the love

আয়না২৪ নিজস্ব প্রতিবেদক

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, মেসি নাকি রোনালদো? ফুটবল বিশ্বে বিতর্কের শেষ নেই। তেমনি স্মার্টফোন বিশ্বে বর্তমানে একটি অমিমাংসিত বিতর্ক হল “অ্যাপল নাকি স্যামসাং?”।

প্রতিবছর ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রেও নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দুটি কোম্পানিই অসাধারণ নৈপুণ্য দেখায় আর যার ফলে এদের নিয়ে আলোচনাটাও চলে ভালই।

তেমনি প্রযুক্তিবিশ্বে সাড়া জাগিয়ে  দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ঘোষণা করেছে গ্যালাক্সি এস ৮ নামের স্মার্টফোন। ইনফিনিটি ডিসপ্লে, ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা (২৯৬০ X ১৪৪০ পিক্সেল), ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৭.০, আঙুলের ছাপ, আইরিশ, চেহারা শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে  গ্যালাক্সি এস ৮ এ।

এখন প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন,

স্যামসাংয়ে গ্যালাক্সি এস ৮-কে টক্কর দিতে হলে আইফোন ৮-এ বেশ কিছু অভিনব ফিচার থাকতে হবে। ইতিমধ্যে অবশ্য বেশ কিছু ফিচারের গুঞ্জন উঠেছে। এস ৮-কে ঠেকাতে আইফোন ৮-এ যেসব ফিচার থাকতে হবে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

এস ৮ এ রয়েছে বেজেলহীন ডিসপ্লে। এর প্রায় ৮৩ শতাংশ স্ক্রিন। এস ৮-কে টেক্কা দিতে আইফোন ৮-এ এজ-টু-এজ বা স্ক্রিনজুড়ে দেওয়ার সুযোগ রয়েছে।

এবারে আইফোন ৮-এর ক্ষেত্রে এলসিডি ডিসপ্লে ছেড়ে ওএলইডি ডিসপ্লে আনতে পারে অ্যাপল। এতে এজ-টু-এজ ডিসপ্লে জুড়ে দেওয়া সম্ভব। অ্যাপল এবারে স্যামসাংয়ের কাছ থেকে ওএলইডি ডিসপ্লে কিনছে বলে জানা যায়। প্রশ্ন হচ্ছে, স্যামসাং কী তাঁদের মূল প্রতিদ্বন্দ্বীকে সেরা স্ক্রিন সরবরাহ করবে?

এস ৮ ও আইফোন ৮-এ যদি স্ক্রিন একই হয়, তারপরও স্যামসাংয়ের ফোনকে টেক্কা দিতে টাচ আইডি সেন্সর ও হোম বাটন যুক্ত করতে হবে অ্যাপলকে।  থ্রিডি টাচ প্রযুক্তির কারণে আইফোনে বাটন ছাড়াই ইন্টারফেস নিয়ন্ত্রণের সুবিধা থাকছে। এতে হোম বাটন যোগ না করলেও চলবে। তবে এস ৮-এর ক্ষেত্রে হোমবাটন রাখেনি স্যামসাং। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে পেছন দিকে।

এস ৮ স্মার্টফোনটি আনলক করার জন্য আইরিশ স্ক্যানার ও ফেস রিকগনিশন সুবিধা এনেছে অ্যাপল। মুখের ম্যাপিং করার পাশাপাশি এ ক্যামেরা পরিবেশের ম্যাপও তৈরি করে অগমেনটেড রিয়্যালিটি সুবিধা দিতে পারে।

ব্যাটারিতে চার্জ ধরে রাখার ক্ষেত্রে স্যামসাংয়ের নতুন ফোনের চেয়ে উন্নত সুবিধা আনতে পারে অ্যাপল। এস ৮-এ এস ৮ প্লাসের ক্ষেত্রে আকারের দিক থেকে প্রায় এস ৭-এর মতোই ব্যাটারি এনেছে স্যামসাং। অবশ্য যদি ব্যাটারি সক্ষমতায় এস ৮-কে টেক্কা না দিতে পারে, তবে চার্জিংয়ের ক্ষেত্রে উন্নত সুবিধা যুক্ত করবে অ্যাপল। অ্যাপলের এমন একটি পেটেন্ট রয়েছে, যা দিয়ে স্বল্প দূরত্বে তারহীন উপায়ে চার্জ দেওয়া যাবে।

যদি কোনোভাবেই এস ৮-কে আটকাতে না পারে, তবে অ্যাপল আইফোনের দাম কমানোর বিষয়টি ভাবতে পারে। গুঞ্জন রয়েছে, আইফোন ৮-এর দাম হবে এক হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে এস ৮-এর দাম রাখা হতে পারে ৭২০ মার্কিন ডলার এবং এস ৮ প্লাসের দাম হবে ৮৫০ মার্কিন ডলার।