জামদানির পর এবার ইলিশের স্বত্ত্বও বাংলাদেশের!
নভেম্বর ১৪, ২০১৬আয়না২৪ প্রতিবেদন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ইলিশের বিচরণ বাংলাদেশে সেই জন্যই পদ্মা নদীর ইলিশের খ্যাতি বিশ্বজোড়া। এজন্য জামদানির পর এবার ইলিশের স্বত্ব বা মালিকানা সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ইলিশকে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক স্বত্ববিষয়ক সংস্থা বা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে ইলিশের […]