• Home  / 
  • জাতীয়  / 

২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, নতুন ২৭ জনকে নিয়োগ

জুন ১২, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার আইন মন্ত্রণালয় এসব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।একইসঙ্গে ২৭ জন নতুন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। 
 আইন মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অব্যাহতি দেওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলদের বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলেই নিয়োগ দেওয়া হয়েছিল।  

অব্যাহতি পাওয়া ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন, সাধন কুমার বণিক, দেলোয়ারা বেগম, ইয়াদিয়া জামান, আনোয়ারা খানম, বিলকিছ ফাতেমা, মতিউর রহমান হাওলাদার, মো. আবদুল বারী, মো. নুরুল হক, মো. মনোয়ার হোসেন, আবদুর রহমান হাওলাদার, বাহাউদ্দিন আহাম্মেদ, তৌহিদা খাতুন, আবু সালেহ মোহাম্মদ ফজলে রাব্বী খান, মো. জাবের, মো. মোজাম্মেল হক, খন্দকার মোদাররেস এলাহী, মিয়া সিরাজুল ইসলাম, এস এম আসাদুল্লাহ তারেক, শহীদুল ইসলাম খান, এ বি এম মাহবুব, মামুনুর রশিদ, সোয়েব খান এবং নওয়াজিশ আরা বেগম।

নতুন নিয়োগ পাওয়া ২৭ জন হলেন, সৈয়দা সাবিনা আহম্মেদ, আফিফা বেগম, আনিচ-উল মাওয়া, সাইরা ফাইরজ, হেলেনা বেগম, মো. আসাদুজ্জামান, লাকী বেগম, মো. শোফিকুজ্জামান, মিজানুর রহমান খান, মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বশির হোসেন চৌধুরী, নুসরাত জাহান, আবুল কালাম খান, সন্ধ্যা ঘোষ, নাসিম ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, মো. আশরাফ উদ্দিন খান, মেহেদী হাসান, নির্মল কুমার দাস, জাহির আহম্মেদ, সাথী শাহাজাহান, জাকির হোসেন, আইরিন জাহান, প্রহ্লাদ দেবনাথ, আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, আশিক রুবাইয়াত এবং নাজিমুল ইসলাম।