আয়না২৪ প্রতিবেদন
আগামী ২২ জুন থেকে বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিতরণ শুরু করবে। এবারের ঈদে রাষ্ট্রীয় এ নৌপরিবহন সংস্থার মোট ৬টি জাহাজ রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ।
সংস্থার বরিশাল অফিসের দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ‘ঈদে সংস্থার নিয়মিত ৪টি জাহাজের পাশাপাশি আরও ২টি জাহাজ স্পেশাল সার্ভিস দেবে।
এগুলো হচ্ছে- পিএস মাহ্সুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি মধুমতি এবং এমভি বাঙ্গালী। ঢাকা-বরিশাল এবং ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে চলাচল করবে এসব জাহাজ। ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৫ জুন থেকে অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিটের আবেদন নেয়া শুরু হয়েছে।
আগামী ২২ জুন থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।ওই দিন থেকে ঈদ স্পেশাল সার্ভিসও শুরু করবে বিআইডব্লিউটিসি। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।