আয়না ২৪ প্রতিনিধি
আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০ রোজার মধ্যেই সব সেক্টরে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে, তৈরি পোশাক খাতসহ সব সেক্টরে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস যথাসময়ে পরিশোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের ট্রেড ইউনিয়ন সমস্যা নিরসন কল্পে আলোচনা অব্যাহত রাখতে এবং সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত ট্রেড ইউনিয়ন বহাল রাখার সুপারিশ করে কমিটি।
এ সময় ‘অসংগঠিত শ্রমিককল্যাণ, সামাজিক নিরাপত্তা, অপ্রাতিষ্ঠানিক খাত বিল-২০১৫’ সম্পর্কে শ্রমিক প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিনিধিদের একটি সম্ভাব্য তালিকা উপস্থাপন করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।