সু চিকে পেছনে ফেললেন ‘লেডি অব ঢাকা’ শেখ হাসিনা

নভেম্বর ২, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ২০১৭ সালের জরিপে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বসের ওয়েবসাইটে মিয়ানমারের নেত্রী অং সান সু চি র বিপরীত হিসেবে শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ উল্লেখ করা হয়।

রোহিঙ্গা ইস্যুতে মানবিক অবস্থান নেওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে পেছনে ফেলে তিনি এবার ওপরে উঠে এসেছেন।

বুধবার এ বছরের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে ফোর্বস। তালিকায় বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ জনের নাম স্থান পেয়েছে।

গত বছর এ তালিকার ৩৬তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।

অন্যদিকে সু চি ছিলেন তালিকার ২৬ নম্বরে। তবে এবার সু চি চলে গেছেন তালিকার ৩৩তম স্থানে।

এর আগে ২০১৫ সালে তালিকার ৫৯তম অবস্থানে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। মের পরেই আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ আছেন চতুর্থ স্থানে। জেনারেল মোটরসের (জিএম) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যারি তেরেসা বারা আছেন পঞ্চম স্থানে।