সারাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন

জানুয়ারি ৩, ২০১৭
Spread the love

আয়না২৪  প্রতিবেদন

 ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটা ৯ মিনিট ২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসায়। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পটির উৎ​পত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।ত্রিরপুরায় রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৭।

ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক শরৎ​ দাস বলেন, ত্রিপুরার ধলাই জেলা এই কম্পনের উৎ​সস্থল। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে। ত্রিপুরায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।