• Home  / 
  • জাতীয়  / 

সাঈদীপুত্রের হাতে মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ এবার জিয়ানগরের ইউএনও বদলি

ডিসেম্বর ২২, ২০১৬
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

পিরোজপুরের জিয়ানগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর হাত থেকে মুক্তিযোদ্ধাদের সন্মাননা নেওয়ার ঘটনায় জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে। বুধবার জিয়ানগর থেকে তাকে বরগুনার বামনা উপজেলায় বদলি করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আদেশের কপি তিনি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন।

 এর আগে গত জিয়ানগরের ইন্দুরকানি থানার ওসি কে এম মিজানুল হককে একদিন আগে প্রত্যাহর করে পিরোজপুর পুলিশ লাইনসে নেওয়া হয়। ওই ঘটনার জের হিসেবেই ওসিকে প্রত্যাহার করা হয় বলে ধারণা করা হচ্ছে। 

জানা যায়,গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ করেন যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। সম্মাননা যারা নিয়েছেন তাদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদী মাবুবুর রহমানও ( ছবি রয়েছে পুরস্কার নেয়ার) রয়েছেন।

বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ মঞ্চে মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুল হক (  পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত ), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু এবং জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।

এরপর মাসুদ সাঈদী তার ফেসবুকে এসব অনুষ্ঠানের ছবি পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে। ধারনা করা হচ্ছে, এসব কারণেই জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে। চলতি বছরের ৮ নভেম্বর জাকির হোসেন বাচ্চু জিয়ানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

প্রসঙ্গত, এ নিয়ে গত ১৭ ডিসেম্বর  আয়না২৪-এ   ‘বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন রাজাকার সাঈদীর পুত্র মাসুদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।