• Home  / 
  • জাতীয়  / 

সাংসদ মনজুরুল হত্যাকাণ্ডঃ অজ্ঞাত ছয়জনকে আসামি করে মামলা

জানুয়ারি ১, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে নিহতের বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাত ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এদিকে এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় রোববার উত্তেজনা দেখা দেয় সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গায়। তাঁকে হত্যার প্রতিবাদে রাতে সেখানে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা বামনডাঙ্গায় জামায়াত সমর্থক এক ব্যক্তির দুটি ওষুধের দোকানে আগুন দিয়েছে।

উল্লেখ্য,  শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন।