আয়না২৪ প্রতিবেদন
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে পাঁচ সদস্যের নাম জমা দেয়া না দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠক নিয়ে সতর্কতা অবলম্বন করছে বিএনপি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে নাম প্রস্তাবের বিষয়ে কি আলোচনা হয়েছে তা জানাতেও কৌশল অবলম্বন করছে দলটি।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রোববার রাত ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত দীর্ঘ এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অংশ নেন।
জানা গেছে, ইসি গঠনে নাম প্রস্তাব করে আবারও বিব্রত হতে চাচ্ছে না বিএনপি। তবে নাম প্রস্তাব করা না করার পক্ষে-বিপক্ষে দুই অবস্থানেই মতামত রয়েছে দলটির নেতাকর্মীদের। ফলে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এমনকি গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আরেকদিন সময় নিতে চায় দলটি।
অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, আজ সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক পর্যবেক্ষণ করবে বিএনপি। বৈঠক পর্যবেক্ষণ করে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে দলটি।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান জানান, বৈঠক মুলতবি রয়েছে। আগামীকালও (সোমবার) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির অপর এক স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সার্চ কমিটির বেধে দেয়া সময়ের মধ্যেই নাম দেবে বিএনপি। জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সার্চ কমিটিকে নাম পাঠাবো। যেহেতু আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াই এ জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন, সে কারণেই আমরা নাম দেব এবং সেটি নির্ধারিত সময়ের মধ্যেই।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা কারো নাম প্রস্তাব করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভেরি সিক্রেট। তবে এ বিষয়ে সভায় আলোচনা হয়নি। বেগম জিয়ার কানে কানে হয়তো কেউ নাম বলবেন। পরে তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’
বৈঠক শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নাম দিলেই জানতে পারবেন।’
গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের (রোববার) আমাদের স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটি থেকে নাম চেয়ে যে চিঠি দেয়া হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক মুলতবি রয়েছে। আগামীকাল (সোমবার) সন্ধ্যায় আবারও বৈঠক হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে কি-না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠক শুরুর আগে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্চ কমিটিতে নাম দেয়া না দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম (খালেদা জিয়া) স্থায়ী কমিটির সদস্যদের কথা শুনে যেটা ভালো মনে করেন সেটাই করবেন। দলের নেতাকর্মীরাও খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নেবেন।
উল্লেখ্য, গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচটি করে নাম চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের (৩১ জানুয়ারি) মধ্যে এই তালিকা জমা দিতে হবে। সুতরাং নাম জমা দিতে হলে বিএনপিকে সােমবারই সিদ্ধান্ত নিতে হবে।