আয়না২৪ প্রতিবেদক
১০০ বছর বয়সে বয়স্কভাতার আওতায় এলেন বরিশালের বরগুনা জেলার রসমতি সমদ্দার। গতকাল মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রণব কুমার মুখার্জী রসমতির বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে গিয়ে তাঁর হাতে ভাতার কার্ড তুলে দেন তাঁর হাতে । তবে কবে থেকে বয়স্কভাতার অর্থ (মাসে ৪০০ টাকা) হাতে পাবেন এমন প্রশ্নের জবাবে উপ-পরিচালক প্রণব কুমার মুখার্জী বলেন, এ বছরের বরাদ্দ শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসে বরাদ্দ আসার কথা রয়েছে। নতুন বরাদ্দ এলেই তিনি ভাতার অর্থ পাবেন।
এর আগে গত রোববার রসমতিকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেতদন প্রকাশের পর গত সোমবার দুপুরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে রসমতির বাড়িতে যান বরগুনার জেলা প্রশাসক মুহা: বশিরুল আলম। এ সময় রসমতির শরীরের অবস্থা দেখে চিকিৎসাপত্র দেন চিকিৎসক আবদুর রহমান।
এ বিষয়ে রসমতির বাড়ির পাশের বুড়িরচর এএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিনের সঙ্গে কথা বললে তিনি আরও বলেন, রসমতির বাড়ির আশেপাশে এমন কোন দরিদ্র নারী আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। প্রতিমাসে নগদ অর্থ সহায়তার বিনিময়ে যিনি রসমতির দেখভাল করবেন। এতে একদিকে রসমতির দেখভালও হল অন্যদিকে স্থানীয় একজন দরিদ্র নারীর কর্মসংস্থানও হতে পারে।
সোহেলী পারভিন ছবি বলেন, সকলের সহযোগিতা পেলে তিনি এ বিষয়টি নিয়ে এগুতে চান।
প্রসঙ্গত, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের অশীতিপর বৃদ্ধা রসমতি সমদ্দার। তার আসল বয়স কত তা কেউই বলতে পারেন না। তবে স্থানীয়দের ধারণা, রসমতির বয়স ১০০ বছর ছুঁই ছুঁই হবে। রসমতি সমদ্দারের তিন কূলে কেউ নেই। একাকী একটি টিনের খুপরি ঘরে তার বসবাস। তার এ অসহায় একাকীত্বের খোঁজ রাখেন না কেউ। খোঁজ রাখেনি স্থানীয় ইউনিয়ন পরিষদও। বয়স ১০০ বছর হলেও তিনি পাননি কোন বয়স্কভাতা।