• Home  / 
  • জাতীয়  / 

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ বিদ্যালয় প্রতিষ্ঠা করবে ইউনিসেফ

সেপ্টেম্বর ৩০, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য  এক হাজার ৩০০ বেশি  স্কুল স্থাপন করবে ইউনিসেফ। বর্তমানে ইউনিসেফ কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের জন্য ১৮২টি স্কুল পরিচালনা করছে এবং এতে অন্তত দেড় হাজার  শিশুকে পাঠদান করানো হচ্ছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
 
আগামী বছরের মধ্যে পরিধি বৃদ্ধি করে ১৫শ’ থেকে ২ লাখ রোহিঙ্গা শিশুকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে ইউনিসেফের। 
 
সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, এই সংকটপূর্ণ সময়ে রোহিঙ্গা শিশুরা অনেক বেশি ভুক্তভোগী, এই সময়ে তাদের নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ দেওয়া উচিত।