• Home  / 
  • জাতীয়  / 

রেইট্রি হোটেলে বর্বরতাঃ সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী গ্রেপ্তার

Spread the love

আয়না২৪প্রতিবেদন

রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী অবশেষে  গ্রেপ্তার  হয়েছে। 
 
সোমবার রাত ৮টার দিকে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে গাড়ি চালক বিল্লালকে  গ্রেপ্তার করে র‌্যাব। একই সময়ে গুলশান এলাকা থেকে দেহরক্ষী রহমত আলীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এ দুজনকে রাতেই মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। 
 
 ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন। 

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর ‘রেইনট্রি’ হোটেলে পূর্বপরিচিত ‘আপন জুয়েলার্সের’ মালিক দিলদার আহমেদের ছেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় করা মামলায় ৫ জনকে আসামি করা হয়। সাফাত ছাড়া অন্য আসামিরা হলেন—সাফাতের বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ এবং তার দেহরক্ষী ও গাড়িচালক।

গত বৃহস্পতিবার সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্রেতারের পর শুক্রবার সাফাত ও সাদমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সাদমান ‘পিকাসো রেস্তোরাঁর’ অন্যতম মালিক ও ‘রেগনাম গ্রুপের’ মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাত ও নাঈম দুই ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। অন্য তিনজন ছিলেন সহায়তাকারী। সাফাতের বন্ধু নাঈম ও গাড়িচালক বিল্লাল  ঘটনার ভিডিও করে।

এই ধর্ষণ মামলার পাঁচ আসামির মধ্যে নাঈম আশরাফ বা হাসান মোহাম্মদ হালিম এখনও পলাতক।