মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের পান্তাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে দুটি লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ১০ জনকে উদ্ধার করে কালকিনি ও মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের বাসটি ভোরে উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্তত ৩০ ফুট গভীর একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখনো বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন।
ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের ভাষ্য, ঈগল পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। তাঁতিব্রিজ পার হওয়ার সময় বাসটি সেতুর নিচের জলাশয়ে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান বলেন, বাসটি পুরোপুরি পানিতে ডুবে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।