আয়না২৪ প্রতিবেদক
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আওয়ামী লীগের নেতাকে ভোট না দেওয়ায় বরগুনার তালতলী উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই ইউপি সদস্য গত মঙ্গলবার রাতে তালতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফজলুল হক জমাদ্দার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে বরগুনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। তিনি জেলা পরিষদের নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
মারধরের অভিযোগ অস্বীকার করে ফজলুল হক জমাদ্দার বলেন, ‘ভোটের সময় ভোট দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিল শাহজালাল। কিন্তু টাকা নিয়েও সে ভোট দেয়নি বলে সেই টাকা ফেরত চেয়েছি। তাকে মারধর করিনি।’
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘ইউপি সদস্য শাহজালাল হাওলাদারের লিখিত অভিযোগ পেয়েছি।