বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ

জুলাই ২২, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। এসব পরীক্ষার্থী আগামীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বার কাউন্সিল সূত্র জানায়, প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়।

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখ পরিবর্তন করে ২১ জুলাই নির্ধারণ করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাস করবেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাস করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।