আয়না২৪ প্রতিবেদন
প্রজনন মৌসুমে নদ-নদীর জাটকা প্রধান অঞ্চলে এখন থেকে ৩০ দিন মা-ইলিশ ধরা বন্ধ থাকবে। আগে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল ২২ দিন। ইলিশের উৎপাদন বৃদ্ধি, উন্নয়ন ও মা-ইলিশ নিধন রোধে এ সময়সীমা বাড়ানো হয়েছে।
গতকাল রোববার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘ইলিশ-উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম প্রতিষ্ঠাঃ গবেষণা-অগ্রগতি’ শীর্ষক এক সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এই সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।
প্রসঙ্গত, এর আগে সরকার নদ-নদীর জাটকা প্রধান অঞ্চলে ৫টি অভয়াশ্রম প্রতিষ্ঠার পর প্রতিবছর প্রজনন মৌসুমে অর্থাৎ আশ্বিন মাসের ভরা পূর্ণিমার আগের ৪দিন, পূর্ণিমার ১দিন এবং পরের ১৭দিন মিলে মোট ২২দিন মা-ইলিশধরা নিষিদ্ধ করেছিল। ফলে গত বছর ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এর আগে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল মোট ১৫দিন।
জাটকা নিধনরোধ এবং মা-ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন প্রতিবছর ১০-১২ হাজার টন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ৪লাখ টনে উন্নীত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এই উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে।
এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত ইলিশের জাটকা নিধনরোধের জন্য ‘জাটকা-সংরক্ষণ সপ্তাহ-২০১৭’ পালিত হচ্ছে।
রবিবার সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জোয়ার্দার ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ।