দেড় শতাধিক ইউপিতে ভোট আজ

এপ্রিল ১৬, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদক

দেশের দেড় শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার। ইসি সচিবালয় জানিয়েছে , সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে  ।নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “ইউপি নির্বাচনে অধিক ম্যাজিস্ট্রেট ও বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেয়া হয়েছে।”
এর মধ্যে অন্তত ৬৮টিতে সাধারণ নির্বাচন, ১৭টিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং বাকি ইউপিগুলোতে সাধারণ ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বছর দলীয় ভিত্তিতে মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপি ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপি’র ভোট হয়েছে।