আয়না২৪ প্রতিবেদন
রাষ্ট্রপতি সবার কথা শুনে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করলে জনগণ তা মানবে না।
শনিবার জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় খালেদা জিয়া এ আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া অভিযোগ করেন, দুর্নীতি বর্তমানে চরম অবস্থায় পৌঁছে গেছে, ফলে কোনো প্রতিষ্ঠানই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। ব্যাংকগুলোকে দেউলিয়া করার মাধ্যমে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গিয়েছে। গণতন্ত্রহীন অবস্থায় দেশ কখনো থাকতে পারে না। তাই আমাদের লক্ষ্যই হলো এ দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না। কারণ সরকার যদি ওই অবস্থায় থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না।’
সম্মেলনে আগত কমিটির সদস্যদের বিএনপির প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবগুলো নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।