• Home  / 
  • জাতীয়  / 

দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় নাম না থাকলে দলের মনোনয়ন চাইবেন আইভী

নভেম্বর ১৬, ২০১৬
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

নগর আ.লীগের প্রস্তাবিত তিনজন মনোনয়ন প্রত্যাশীর তালিকায় নাম নাম থাকলেও আগামী  ২২ ডিসেম্বর   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বর্তমান  মেয়র সেলিনা হায়াত আইভী রহমান। তিনি গেল নির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ভোটের ব্যবধোনে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে  আ.লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল আলোচিত সাংসদ শামীম ওসমানকে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ নগর আ.লীগের  এক বর্ধিত সভায়  আসন্ন নির্বাচনের সেখানে দলীয় প্রার্থী হিসেবে  নড়র সভাপতি আনোয়র হোসেনসহ আরো দুজনের নাম প্রস্তাব আকারে  কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত নামের তালিকায় নিজের নাম না থাকার বিষয়ে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন,‘এটা  স্বাভাবিক।’ তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক কিছুই না। এটা হতেই পারে। বহু জায়গায় এ রকম হয়েছে। যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল, এ দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে দল যাকে সিদ্ধান্ত দেওয়ার কথা মনে করে সেটাই হবে। নাম পাঠায় নি  বলে সবকিছু শেষ  হয়ে গেছে তা না।’

দলের মনোনয়ন চাইবেন কী না এমন প্রশ্নের জবাবে  আইভী বলেন, ‘অবশ্যই চাইব। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। দেশে এলেই তাঁর সঙ্গে দেখা করব।’

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ  সার্কিট হাউসের মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদপ্রার্থী  তিন জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন-মহানগর সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভীর নাম না থাকা প্রসঙ্গে ওইদিন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন শীল বলেছিলেন, ‘সভায় উপস্থিত কোনো একজন নেতাও আইভীর নাম প্রস্তাব না করায় তার নাম দেওয়ার সুযোগ নেই।’

মনোনয়ন প্রত্যাশী অন্তত তিন জনের নাম   আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে । ওই নির্দেশনায় বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে হবে। প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।