• Home  / 
  • জাতীয়  / 

ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে দেড়শ পরিবারকে স্থানান্তর

জুন ১৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় নগরীর মতিঝর্ণা এবং বায়েজিদ বোস্তামী এলাকার পাহাড়ের পাদদেশ থেকে প্রায় দেড়শ পরিবারকে সরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে মতিঝর্ণা ও একে খান এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকার মিয়ার পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে মতিঝর্ণা এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। যারা সরেনি তাদেরকে সকালে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ধরণের পরিবারের সংখ্যা প্রায় শতাধিক। অন্যদিকে রৌফাবাদের মিয়ার পাহাড়ে অভিযান চালিয়ে ৫৫টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে পাহাড় ধ্বসের আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের মাইকিং অব্যাহত রয়েছে।