আয়না২৪ প্রতিবেদন
ঢাকায় র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে আত্মঘাতী হামলার পর র্যাবের হাতে আটক হওয়ার পর মারা যাওয়া আবু হানিফ মৃধার (৩২) লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে র্যাব। আটকের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে ওই যুবকের লাশ মর্গে পাঠানো হয়। নিহত যুবক আবু হানিফ মৃধার গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামে।
শুক্রবার দুপুরে র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পরপরই এক যুবককে আশকোনার মুনমুন কাবাব ঘরের পেছন থেকে আটক করা হয়। তবে ওইদিন থেকে আটকের কোনও তথ্য র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’’
শনিবার বিকাল সোয়া ৫ টার দিকে নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।
শুক্রবার র্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পর তাকে আশকোনার মুনমুন কাবাবের পেছন থেকে আটক করেছিল র্যাব। সেখানে সে অসুস্থ হয়ে পরার পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় তাকে মৃত ঘোষণা করেন।”
পরিদর্শক এজাজ শফী বলেন- ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করার পাশাপাশি নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’’
নিহতের লাশ মৃত্যুর ২৪ ঘণ্টা পর ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন- ‘শুক্রবার এদিকে ঝামেলার কারণে ও পাঁচটার পর আসলে এসব কাজকর্ম হয় না। তাই লাশ মর্গে পাঠাতে দেরি হয়েছে।’
এ বিষয়ে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন- ‘শুক্রবার সাড়ে ৪ টার দিকে অভিযানে তাকে আটক করা হয়। এরপর সে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্র কাজ করছিল না।’’
আটকের বিষয়টি শুক্রবার না জানানোর বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন- ‘শুক্রবার পরিস্থিতিটা স্বাভাবিক ছিল না। আমি যখন গণমাধ্যমে পরিস্থিতি ব্যাখা করেছিলাম ওই সময় আবু হানিফ আটক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। কারণ সে অসুস্থ ছিলো।’
সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন- ‘নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন। মৃত্যুর কারণ জানার জন্য তার ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে।’’
প্রসঙ্গত- শুক্রবার রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনা হাজি ক্যাম্পের পাশে র্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে এক জঙ্গী আত্মঘাতী হামলা চালায়। এরপর পুরো এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় আবু হানিফ মৃধা ওরফে হানিফাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি র্যাব প্রথম থেকেই অস্বীকার করে আসছিলো।’’