ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ

Spread the love
আয়না২৪ প্রতিবেদন
পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রেখেছেন।
গত ৭ মে হাইকোর্ট উভয়পক্ষের দীর্ঘ শুনানি গ্রহণ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এরপরই মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় আনা হয়।

স্ত্রী, দুই সন্তান ও শিশু গৃহকর্মীকে নিয়ে মালিবাগের চামেলীবাগের ফ্ল্যাটে থাকতেন পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক) পরিদর্শক মাহফুজুর রহমান।

২০১৩ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকেই তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। দায়ের করা হয় হত্যা মামলা। ওই চাঞ্চল্যকর হত্যা মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ রায় দেন।