• Home  / 
  • জাতীয়  / 

উত্তরায় পাশাপাশি তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রনে, নিহত ২

Spread the love

আয়না২৪ প্রতিবেদন

রাজধানীর উত্তরায় তিন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার বেলা ১১টার দিকে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ম্যানশনের আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরার রাজলক্ষ্মীতে পরী ম্যানশনে অবস্থিত সী-শেল আবাসিক হোটেলের ৩০২  নং কক্ষ থেকে দুই লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হোটেলে গেস্ট হিসেবে উঠেছিলেন। এছাড়া ওই ভবনের ছাদ থেকে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে ওই তিন ভবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

নিহতের লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সী-শেল আবাসিক হোটেলের ম্যানেজার সোহেল জানান,  ওই নারী পুরুষের নাম হোটেলের এন্ট্রি খাতায় নেই। সোমবার ভোর সাড়ে ৪টার উত্তরার রাজলক্ষ্মীতে সী-শেল ভবন, একে টাওয়ার ও পরী ম্যানশনের আগুন লাগে।

প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে সী-শেল নামে চার তলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের  একে  টাওয়ার (ছয় তলা) ও পরী ভবনে (ছয়তলা) ভবনে ছড়িয়ে পড়ে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন।

অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার ব্রিগেডের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ বর্ধনকে প্রধান করে সোমবার দুপুরের দিকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করা হয়েছে।তাদেরকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।