আয়না২৪ প্রতিবেদন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়ক থেকে অপহরণের আটদিন পর মুক্তি পেয়েছেন দুই যুবক।
তবে অপহরণকারীরা এক লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে অপহৃতদেরকে শুক্রবার ভোরে কক্সবাজারের রামু উপজেলার বেংডেফা নামক স্থানে ছেড়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা অপহৃতদের উদ্ধার করে।
উদ্ধারকারীরা হলেন- নাইক্ষ্যংছড়ির দক্ষিণ বাইশারী এলাকার বাসিন্দা ওসমান গনির ছেলে মাদ্রাসাছাত্র সাদ্দাম হোসেন (১৮) ও পুনর্বাসন এলাকার বাসিন্দা আব্দুল করিম মুন্সীর ছেলে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক নুরুল আমিন (২৪)।
অপহৃত সাদ্দাম হোসেনের বড় ভাই কাউছার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে রামু উপজেলার ঈদগড়ের বৈধ্যপাড়া আশ্রয়ন প্রকল্প সংলগ্ন কক্সবাজার উত্তর বন বিভাগের রিজার্ভ এলাকায় অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দেয়া হয়।
এর এক ঘণ্টা পর অপহৃত দুই যুবককে বেংডেফা নামক জায়গায় ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে শুক্রবার সকাল ৫টার দিকে তাদের অর্ধ উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ আট দিনে অপহৃতরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের চোখে, কবজি এবং মাথায় আঘাত রয়েছে। উদ্ধারের পর তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাত ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের অলিরঝিরি এলাকা থেকে সাদ্দাম এবং নুরুল আমিনকে অপহরণ করে দুর্বৃত্তরা।