আয়না২৪ ডেস্ক
বিশ্বকাপে ফ্রান্স যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়াই! সেটা হবে লুকা মদ্রিচের ভাগ্যের জোরে। এখন সামনে উঠে আসছে এমন সব তথ্য।
তিনি শেষবারে যে ১০টি ফাইনালে খেলেছেন, তার প্রত্যেকটিতেই তিনি জিতেছেন। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন এই ফুটবল তারকা মদ্রিচ। তথ্য বলছে, ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ জিতেছে। ২০১৪ সালের কোপা দেল রে ট্রফিও গেছে রিয়ালের ঘরে। এরপর ২০১৪, ২০১৬ আর ২০১৭ ইউরোপিয় সুপার কাপেও তারকা মদ্রিচের দলটির জয়ের ধারা অক্ষুন্ন রাখতে দেখা গেছে। আর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।
অবশ্য উল্টো পরিসংখ্যানও আছে। ২০১৩ সালের ফাইনালে হেরেছিল মদ্রিচের দল। সে বার সুপারকোপা ২০১৩–্এর ফাইনালে জয় হাতছাড়া হয় মদ্রিচের দলের।মদ্রিচ এখন পর্যন্ত ১৪টি ফাইনাল খেলেছেন । কিন্নতু কোনোটিতেই গোল পাননি তিনি।