আয়না ২৪ ক্রীড়া ডেস্ক
আগামী ২৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। তার আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অস্ট্রেলিয়াতে দশ দিনের ক্যাম্পে অংশ নেবে বাংলাদেশ। ৯ ডিসেম্বর বিপিএল-এর ফাইনালে অংশ নিয়ে পরদিনই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চাপে বাংলাদেশ ক্রিকেট দল।
তাই বাংলাদেশের জন্য এই সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত দুই বছর ধরে বাংলাদেশ ঘরের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলছে। টাইগারদের সামনে এখন চ্যালেঞ্জ ঘরের বাইরে নিজেদের আধিপত্য জানান দেওয়া। বিশেষ করে ইয়ান বোথামের কথার পরতো টাইগারদের চ্যালেঞ্জটা বহুগুণ বেড়ে গেছে। বোথামের মন্তব্যের পর এ ব্যাপারে অবশ্য মুশফিকের মন্তব্য পাওয়া যায়নি। তবে মুশফিক নিজেই বিদেশের মাটিতে নিজেদের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন। তাই বাংলাদেশের জন্য আসন্ন নিউজিল্যান্ড সফরটা কঠিন হয়ে দেখা দিয়েছে। অবশ্য এর কারণও আছে। ২০১০ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কখনওই বাইরে যাওয়া হয়নি বাংলাদেশের।
শুধু তাই নয় গত কয়েক বছরে নিউজিল্যান্ডে গিয়ে যে কয়টা টেস্ট খেলেছে বাংলাদেশ, তার বেশিরভাগই হেরেছে ইনিংস ব্যবধানে। মুশফিকও বিষয়টি জানেন। আর নিজেদের মধ্যে বিশ্বাস আছে বলেই আগামী বছর বিদেশের মাটিতে খেলা ৭টি টেস্ট নিয়ে ভিন্নধর্মী চ্যালেঞ্জ কাজ করছে মুশফিকের, ‘২০১০ সালের পর আমরা নিউজিল্যান্ডে কোনও সিরিজ খেলিনি। আমাদের জন্য এই সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে। আমাদের পরবর্তী ধাপে উন্নতির প্রধান বাধা নিউজিল্যান্ড।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম, ওয়ানডের মতো টেস্টেও ধারাবাহিকভাবে ভালো খেলব। প্রায় দেড় বছর ধরে আমরা সেটা করেছি। পরের বছর আমাদের অনেক সফর রয়েছে। চেষ্টা করবো অবশ্যই চ্যালেঞ্জটা নিতে। আমাদের এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা এই চাপ সামলে নিয়ে পারফরম করতে পারবে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সব ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। একটা ভালো খেলোয়াড়ের গুণ হচ্ছে দ্রুত মানিয়ে নেওয়া। আমার মনে হয় শুধু সিনিয়র খেলোয়াড়রা নন, জুনিয়র যারা আছেন তারাও প্রতিভাবান। আশা করি তারাও খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে।’
এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে।
ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিলল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।
এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে।