ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়া ৩৪

Spread the love

আয়না২৪ ক্রিড়া

WWE একটি এন্টারটেইনমেন্ট শো, যেখানে আমাদের এন্টারটেইন করার জন্য থাকে হাজারো ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে কতকগুলো ব্যবস্থা আমাদের এতোই ভালো লাগে যে কখনও আমরা এই শো দেখতে ভুলি না কিন্তু মাঝে মাঝে কিছু বাজে বুকিং আমাদের মনকে বিষণ্ণ করে। যার ফলে আমরা এই শো এর বদনাম করে থাকি আসলে এটা উচিত নয় আমাদের সবার উচিত এই শো কে তার যোগ্য সম্মান দেয়া।

উক্ত এন্টারটেইনমেন্ট শো এর সাপ্তাহিক টিভি টেপিং ইভেন্ট দুইটি। যথাঃ RAW & SmackDown Live। আর প্রতিটি মাসেই আমাদের জন্য বরাদ্দ থাকে একটি পিপিভি। ইভেন্ট। কিন্তু সকল পিপিভি ইভেন্টই মেজর ইভেন্ট নয়। WWE তে বর্তমানে ৪ টি মেজর পিপিভি ইভেন্ট আছে। যথাঃ Royal Rumble, WrestleMania, Summer Slam & Survivor Series। এর মধ্যে সবথেকে সেরা পিপিভি ইভেন্ট হলো WRESTLEMANIA যেটি প্রতিবছরই হয়ে থাকে।  ২০১৮ সালের আজ ৯ই এপ্রিল New Orleans বাংলাদেশ সময় সকাল ১১ টায় শেষ হলো ৩৪ তম আসর। যা অন্য দেশের খেলার চ্যানেল সহ Ten1 Ten1hd তে সরাসরি দেখানো হয়েছে।

Roman Reigns vs Brock Lesnar

WRESTLEMANIA 34 এর মেইন ইভেন্ট ছিলো Universal Champion Brock Lesnar ও সদ্য হওয়া Grand Slam Champion Roman Reigns এবং তাদের ম্যাচটি হতে চলেছে Universal Title এর জন্যে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট এ WRESTLEMANIA 34 পুনঃপ্রচার হবে TEN SPORTS NETWORK এর TEN2 এবং TEN2HD চ্যানেল এ।