আয়না২৪ ক্রিড়া
থাইল্যান্ডের বিরুদ্ধে চীন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান, যা টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। এমনটাই ঘটেছে টি-২০ বিশ্বকাপের এশিয়াভিত্তিক যোগ্যতাঅর্জন পর্বে।
যোগ্যতাপর্বের ম্যাচ চলছে মালয়েশিয়ার বাঙ্গিতে। চীনের অধিনায়ক চেন জিয়াওরান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মজার বেপার হল অধিনায়ক নিজেই ৪ রান করে ফিরে যান। আর মাত্র দুটি বাউন্ডারি হাকিয়েছে চীন। ওয়াং ইয়া দলের হয়ে সর্বোচ্চ ৮ রান করেছেন।
চীন আইসিসির অ্যাসোসিয়েট সদস্য হয়েছে ২০০৪ সালে। আর চলতি বছরেই পেয়েছে টি-২০ খেলার যোগ্যতা।
ড্যানিয়েল জেকবস হল থাইল্যান্ডের সেরা বোলার। তিনি নির্ধারিত ৪ ওভারে মাত্র আট রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। আর মাত্র ৩৫ রানে গুটিয়ে গেলো চীন।