আগামীকাল আবার “এল ক্লাসিকো”

ডিসেম্বর ২, ২০১৬
Spread the love

আয়না ২৪ ক্রীড়া প্রতিবেদক

রোমাঞ্চকর সেই লড়াই আবার দুয়ারে। আগামীকাল লা লিগায় মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে দুই দল মুখোমুখি হলে উঠে আসে ১০০ বছরের ইতিহাস, পরতে পরতে ছড়ানো রোমাঞ্চ।

ফুটবলের আর সব দ্বৈরথের সঙ্গে তাই এল ক্লাসিকোকে মেলালে চলবে না। পৃথিবীর আর সব ‘ডার্বি’ প্রধানত শহরকেন্দ্রিক। ম্যানচেস্টার, লিভারপুল কিংবা মিলান—একই শহরের দুই ক্লাব যখন হয়ে ওঠে ‘চিরশত্রু’। সত্যি বলতে কী, রিয়াল-বার্সাকে বোঝাতে চিরশত্রু শব্দটায় ঊর্ধ্বকমা ব্যবহার না করলেও হয়—এই শত্রুতা যে আক্ষরিক অর্থেই!

স্পেনের এই লড়াই দেশটির মূল দুটি ভিন্ন শহরের, যাদের মধ্যে আসলে কিছুতেই মেলে না। একদিকে বামঘেঁষা স্বাধীনচেতা কাতালানরা। অন্যদিকে বিংশ শতাব্দীতে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের একনায়ক ফ্রাঙ্কো ও রাজন্যবর্গের দল রিয়াল, যে দলটার সাবেক নাম মাদ্রিদ এফসি। ফ্রাঙ্কো এসে তাতে যুক্ত করলেন রয়্যাল শব্দটি, যেটির মানেই রাজকীয়তা। তাদের খেলাতেও সেই আভিজাত্য। একই আভিজাত্যে ইউরোপ শাসনও। রিয়ালই একমাত্র ক্লাব, ইউরোপিয়ান কাপ জয়ের সংখ্যা যাদের দুই অঙ্ক ছুঁয়েছে। রাজাদের অহংকার তো তাদেরই মানায়।

কিন্তু রাজাদের যদি আভিজাত্য থেকে থাকে তো প্রান্তিক মানুষেরও থাকে নিজের রক্ত অকাতরে বিলিয়ে দেওয়ার সাহস। স্বাধীন-আকাঙ্ক্ষা। কে জানত, ভিনদেশি এক সুইস নাগরিকের হাতে গড়া একটি ক্লাব হয়ে উঠবে কাতালুনিয়ার সেই আকাঙ্ক্ষার প্রতীক। কে জানত, অস্ত্র নয়; স্বাধীনতার এই লড়াইয়ের অন্যতম প্রেরণাকেন্দ্র হয়ে উঠবে মাঠের ফুটবল!

ফ্রাঙ্কোর ৩৯ বছরের দীর্ঘ শাসনে এক ন্যু ক্যাম্পে এসে প্রকাশ্যে স্লোগান দিতে পারত সবাই। যেখানে জেনারেলের উর্দি বাহিনীও ঢোকার সাহস করেনি। আবার ফ্রাঙ্কোও তাঁর রাজত্ব যেমন ধরে রেখেছিলেন এই চ্যালেঞ্জের মুখে, রিয়াল মাঠেও হারায়নি তার আভিজাত্য।

আগামীকাল স্থানীয় সময় সকাল ১০.১৫ এ বার্সোলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আবার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বসেরা দুই চির প্রতিদ্বন্দ্বি ক্লাব বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদ।

এল ক্লাসিকোর আগে দু দল ই সমান ভাবে প্রস্তুতি নিচ্ছে।

বার্সোলোনার কোচ এনরিকে রিয়েল সোসিয়েদাদের সঙ্গে নিষ্প্রভ ড্রয়ের পর দলকে তুলোধোনা করেছিলেন প্রকাশ্যে। ক্লাসিকোর আগে এ বার মেসিদের সঙ্গে ‘ক্রাইসিস মিটিং’ করলেন স্প্যানিশ কোচ। স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে, অনুশীলন শুরুর আগে দলের সঙ্গে এ বৈঠক করেনএনরিকে। মেসিদের পরিষ্কার ভাবে বলেন, ‘‘অনেক ঠাট্টা-ইয়ার্কি হয়েছে। এ বার ক্লাসিকোয় জিততে হবে। সোসিয়েদাদের বিরুদ্ধে ড্র করা উচিত হয়নি। আমাদের কাটিয়ে উঠতে হবে এই সময়।’’

অন্যদিকে রিয়ালের প্রানভোমরা রোনালদোর দিকেই তাকিয়ে আছে সবাই। ‘‘ক্রিশ্চিয়ানো খুব স্পেশ্যাল একজন প্লেয়ার। ওর পরিসংখ্যান দারুণ। আমরা খুব খুশি ওকে নিয়ে। ওর সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করেছি। আর তাতে আমরা সন্তুষ্ট,’’ বলছেন পেরেজ। রোনালদো ছাড়াও এল ক্লাসিকোর আর এক প্রধান চরিত্র থাকবেন ডাগআউটে। তিনি— জিনেদিন জিদান। দলের কোচকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ পেরেজ বলছেন, ‘‘জিদান ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছিল। ওকে কোচ হিসেবে বাছা খুব সহজ একটা সিদ্ধান্ত ছিল। নিশ্চিত ছিলাম ও দারুণ কাজ করবে।’’