• Home  / 
  • খুলনা  / 

সুন্দরবনে বন্দুকযুদ্ধঃ রবিউল বাহিনী প্রধান রবিউল নিহত

জুন ১০, ২০১৭
Spread the love
খুলনা প্রতিনিধি
যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’সুন্দরবনের জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আজ  শনিবার দুপুরে সুন্দরবনের হড্ডা খালে এই বন্দুক যুদ্ধ হয় বলে যৌথ বাহিনীর দাবি।   এ সময় অপর এক জলদস্যু ও র‌্যাবের দুই সদস্য আহত হন। রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী এলাকার বাসিন্দা। 
 
র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, একটি এয়ারগান, একটি পাইপগান, ৭৭টি শটগানের গুলি, ১৫টি রাইফেলের গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। 
 
র‌্যাব-৬-এর খুলনার লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর জানান, সুন্দরবনের হড্ডা খাল এলাকায় জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাব ও পাইকগাছা থানার পুলিশ ওই এলাকা ঘেরাও করে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে যৌথ বাহিনীর ওপর গুলি বর্ষণ করে দস্যু বাহিনীর সদস্যরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে  নিহত হন।  রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।