আয়না ২৪ প্রতিবেদন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী নিম্নচাপটি ্রআজ রোববার রাত ৯ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭০ কিলোমিটার পশ্চিম -দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ।
নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা এবং ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার বা তারও অধিক বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারী ধরণের উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থারনত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
গতকালকের লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হলেও দেশের ৪ টি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।