বরিশালসহ দক্ষিণাঞ্চলে সব পথে লঞ্চ চলাচল স্বাভাবিক

Spread the love

বরিশাল প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলেল অভ্যন্তরীণ পথ ও দূরপাল্লার সকল লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা  এ খবর নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় সকল লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে। বেশ কয়েকটি লঞ্চ বরিশাল নদী বন্দর ত্যাগ করেছে।
 
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করার ফলে নদী বন্দরে ২নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত জারি করা রয়েছে। এছাড়া আবহাওয়া স্বাভাবিক রয়েছে।
 
প্রসঙ্গত: ঘূর্ণিঝড় ‘মোরা’য় বরিশাল অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি।