• Home  / 
  • আবহাওয়া  / 

জলবায়ু পরিবর্তনঃ উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে বৃষ্টিপাত

Spread the love

আয়না২৪ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বের তাপমাত্রা  অাশংকাভাবে  বৃদ্ধি পাচ্ছে।  এই খবর এখন আমাদের কাছে বেশ  পুরনো। কারণ, এর প্রভাব এরইমধ্যে ভোগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।কিন্তু  নতুন একটা খবরটা  কি কেউ জানেন? পৃথিবীর মানচিত্রে গ্রীষ্মপ্রধান দেশ, বিশেষত, আফ্রিকা, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপমাত্রা যেমন বাড়বে, তেমনি বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও।

নাসার নতুন সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে। গ্রীষ্মপ্রধান দেশগুলিতে যত গরম বাড়বে, তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। বিজ্ঞানি হুই সু-এর করা এক সমীক্ষার রিপোর্ট বলছে, বেশ কয়েক বছর ধরেই এই অঞ্চলে ঘন মেঘের সঞ্চার হচ্ছে। মেঘের স্থানপরিবর্তনও বেশ লক্ষ্যণীয়।

বিশ্ব জুড়ে, এখনও পূঞ্জীভূত মেঘের পরিমাণের উপর বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে না। বৃষ্টি হওয়ার পিছনে অনেকাংশেই দায়ি পৃথিবীপৃষ্ঠে সূর্যের উত্তাপের জমাটবদ্ধতা। ভূপৃষ্ঠ থেকে সৌরকিরণের বিকিরণও বৃষ্টি হতে সাহায্য করে। যাকে রিপোর্টে বলা হচ্ছে এনার্জি বাজেট। গ্রীষ্মপ্রধান দেশের অতি উচ্চতাসম্পন্ন এলাকাগুলিতে মেঘের জমাট বাঁধার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। পর্যবেক্ষণে দেখা গিয়েছে, গত কয়েক দশক ধরে মেঘের গতিবিধিতে বেশ কিছুটা হেরফের হচ্ছে যা বৃষ্টিপাতের পরিমাণেও তারতম্য ঘটাচ্ছে। সেই পরিমাণ এবার বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছেন গবেষকরা।

মেঘের স্তরের ওপরের দিকে, জলীয় বাষ্প বরফ কণায় পরিণত হয়ে তাপমাত্রা ছেড়ে দেয়। ফলে উ্ত্তাপ বাড়ে নিচের দিকে থাকা মেঘের স্তরগুলিতে। গত ৩০-৪০ বছরে গ্রীষ্মপ্রধান দেশ সংলগ্ন এলাকায় মেঘের জমাটবদ্ধতার পরিসর  বেশ কিছুটা কমেছে।